বুধবার ০১ মে ২০২৪
Online Edition

কিংস-ওড়িশা ম্যাচের ভিডিও এএফসিতে উধাও!

স্পোর্টস রিপোর্টার: এশিয়ান ফুটবল কনফেডারেশনের এএফসি কাপ নামে একটি ফেসবুক পেজ রয়েছে। এই পেজে এএফসি কাপের প্রতি ম্যাচের হাইলাইটস প্রকাশ করে। এই পেজে সোমবার কিংস ও উড়িষাকে নিয়ে একটি পোস্ট হলেও সেই ম্যাচের হাইলাইটস ভিডিও নেই। অথচ একই দিনে অনুষ্ঠিত অন্য ম্যাচগুলোর ভিডিও ঠিকই রয়েছে। 

বসুন্ধরা কিংস রেফারির বির্তকিত এক সিদ্ধান্তে ১-০ গোলে হেরে এএফসি কাপ থেকে বিদায় নিয়েছে। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা এতে ক্ষুব্ধ। এএফসি কাপের পেজে কালকের ম্যাচের পোস্ট রেফারিকে নিয়ে নানা মন্তব্য করছে। বাংলাদেশি ছাড়াও অন্য দেশের ফুটবলপ্রেমীদের কাঠগড়াতেও রেফারি। 

এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি কাপ ফেসবুক পেজ ছাড়াও ইউটিউবে এশিয়ান হাব একটি চ্যানেল রয়েছে। সেই চ্যানেলে ম্যাচের হাইলাইটস থাকলেও লাল কার্ডের অংশটি নেই।

অথচ সেটিই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ফেসবুক পেজে নেই ভিডিও আর ইউটিউবে নেই লাল কার্ডের অংশ তাই এএফসির নিরপেক্ষতা নিয়েও বাংলাদেশের ফুটবলাঙ্গনে প্রশ্ন উঠেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ